শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা


এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২২

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে শ্রীলঙ্কার পথচলাটা ছিল রূপকথার মতো। যার শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো আর শেষটা হলো চ্যাম্পিয়নের মুকুট পরে। এশিয়ার সেরা হয়ে দেশকে গর্বিত করেছেন তারুণ্যে ঘেরা লঙ্কানরা। দেশকে গর্বিত করে খুশি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

রাজনৈতিক অস্থিরতা-আর্থিক সঙ্কটের মাঝে বড় কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। অথচ নিজেরা আয়োজক হয়েও খেলতে হয়েছে অন্যের মাঠে। এত প্রতিকূলতাকে স্রেফ উড়িয়ে দিয়ে মরুর বুকে চ্যাম্পিয়নের তকমা পেয়েছে শ্রীলঙ্কাই। ক্রিকেট দিয়ে দুঃসময়ে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে দাসুন শানাকার দল।

ম্যাচ শেষে যেন সেই আনন্দই ভেসে উঠল অধিনায়ক শানাকার মুখে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলঙ্কান তারকা দেশবাসীকে স্মরণ করে বলেছেন, ‘আমি এখানে আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমাদের দারুণ সমর্থন দিয়েছেন। দেশের মানুষকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করি, আমরা তাদের গর্বিত করতে পেরেছি।’

গতকাল রোববার রাতে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে ৭১ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে দেওয়া ভানুকা রাজাপাকসে হয়েছেন ফাইনাল সেরা।

এই নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনাল মঞ্চে ২০১৪ সালেও মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেবারের দেখায় পাকিস্তানকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে শ্রীলঙ্কা। এবারও একই ঘটনা ঘটল। তৃতীয় শিরোপার আশা নিয়ে ফাইনালে ওঠা পাকিস্তান বাজে ফিল্ডিং আর এলোমেলো ব্যাটিংয়ে ফিরল শূন্য হাতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি