বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অল্পের জন্য বেঁচে গেলেন পুতিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

ভ্লাদিমির পুতিনের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ মিলেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাজ্যের একটি দৈনিক দ্য মিরর জানিয়েছে, পুতিন তার সরকারী বাসভবনে ফিরছিলেন, এই সময় তার নিরাপত্তা স্কোয়াডের প্রথম গাড়িটিকে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স দাঁড় করায়। সেইসময়ে পুতিন তার লিমুজিনে ছিলেন যখন গাড়ির সামনের বাম চাকা থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তারপরে ধোঁয়া বেরোতে দেখা যায়। যদিও, ততক্ষণে পুলিশ সতর্ক হয়ে যায় এবং পুতিনকে তৎক্ষনাৎ বোম ডিসপোজাল স্কোয়াড এবং বুলেটপ্রুফ সিকিউরিটি ফোর্স ঘিরে ফেলে।

সুত্রের খবর, এই ঘটনায় রুশ প্রেসিডেন্ট অক্ষত থাকলেও, সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। তারপর থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনার পাশাপাশি তাঁর জীবনের ঝুঁকি রয়েছে বলে গুজব রটেছে। সম্প্রতি, একের পর এক পুতিন ঘনিষ্ঠ রুশ নেতারও বিভিন্ন রহস্যময় পরিস্থিতিতে মৃত্যু হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, পুতিনের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজনকে এদিনের ত্রুটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি, পুতিনের ভ্রমণের তথ্য ফাঁস হওয়ার পর তার অনেক দেহরক্ষীকে সরিয়ে দেয়া হয়েছে। পুতিন বিরোধী জিভিআর টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে যে এই ঘটনা যখন ঘটে তখন পুতিনের কথা মাথায় রেখে একটি নিরাপত্তা স্কোয়াড নিয়ে তিনি সরকারী বাসভবনে ফিরছিলেন।

ব্যাকআপ কনভয়ে পাঁচটি সশস্ত্র গাড়ি ছিল। এর মধ্যে পুতিন তৃতীয় গাড়িতে ছিলেন।

খবরে বলা হয়েছে, পুতিনের গাড়ি নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল এবং সেটিকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। এর আগে ২০১৭ সালে পুতিন নিজেই জানিয়েছিলেন, সারা জীবনে অন্তত পাঁচটি হত্যার প্রচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন তিনি। ফের একবার বেঁচে গেলেন রুশ প্রেসিডেন্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি