ডেস্ক রিপোর্ট:
প্রতারণার অভিযোগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘ ১১ বছর পর গত মঙ্গলবার ৫ বছরের সাজাপ্রাপ্ত ইউসুফ গাজী আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তিনি খুলনার কারাগারে বন্দি আছেন বলে নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ইউসুফ গাজী। দীর্ঘদিন ধরে তিনি আদালতে হাজিরা দেননি। তাই মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে খুলনার এডিশনাল সিএমএম আদালত তাকে কারাগারে পাঠায়।
এ দিকে আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের মো. ইউসুফ গাজী দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু তিনি প্রতারণার মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর তার প্রার্থীতা বাতিল করে দেয় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।
কামরুল হাসান বলেন, ওই চেয়ারম্যান প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আগামি ২১ সেপ্টেম্বরের মধ্যে আপিল করতে পারবেন। যদিও সেই আপিলের সময়সীমা গতকাল বুধবার শেষ হয়ে গেছে।
জানা গেছে, ম্যাচ ফ্যাক্টরিতে কাঠ সরবরাহের ব্যবসায় ৩ লাখ ৮৫ হাজার টাকার প্রতারণার অভিযোগে উঠে ইউসুফ গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় ২০০৪ সালে খুলনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন কবির।
ওই মামলায় ২০১১ সালে খুলনা দায়রা জজ আদালত অভিযোগ প্রমাণ পাওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।