রবিবার,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির


নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ের কেতন উড়িয়েছে বাংলার মেয়েরা। বিশ্বমঞ্চে বাংলাদেশকে করছে সম্মানিত। মেয়েদের প্রশংসায় ভাসাচ্ছে পুরো জাতি। সাবিনা-কৃষ্ণাদের অর্জনে অংশীদার হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও।
এরইমধ্যে সাফ জয়ী নারী দলকে অর্ধকোটি টাকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এ জয় ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া জাতীয় মহিলা ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ’

বিসিবি সভাপতি নাজমুল হাসান নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেছেন, ‘নারী ফুটবল দল তার ব্যতিক্রমী পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জন দিয়ে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা এবং সমর্থনের চিহ্ন হিসাবে, আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা ঘোষণা করছি। আমার কোন সন্দেহ নেই যে সাফ জয় দেশের ক্রীড়াবিদ এবং মহিলাদের এবং ক্রীড়া দলগুলিকে নিজ নিজ শাখায় আন্তর্জাতিক গৌরব অর্জনের জন্য প্রবলভাবে অনুপ্রাণিত করবে। ’

এর আগে সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দুপুর ১.৫০ মিনিটে দেশে ফিরার কথা রয়েছে নারী দলের। তাদের বরণ করে নিতে সেজেছে ছাদখোলা বাস। এই বাসে করেই বিজয় র‌্যালি করে বাফুফে ভবনে পৌঁছাবে মেয়েরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি