শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


পোষা কুকুরের আক্রমণে ২ শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

বাড়ির পোষা কুকুরের আক্রমণে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশুর। গুরুতর আহত হয়েছেন তাদের মা-ও। গত বুধবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছে শেলবি কাউন্টির শেরিফ অফিস।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়ির পোষ্য কুকুরের আক্রমণে মারা গেছে দুই বছর বয়সী একটি কন্যাশিশু ও তার পাঁচ মাস বয়সী ভাই। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছিল। কুকুরের আক্রমণে গুরুতর জখম হয়েছেন তাদের মা।

শেরিফ অফিস বৃহস্পতিবার জানিয়েছে, আহত মায়ের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন স্থিতিশীল। এর আগে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।

এ ঘটনায় হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শিশুদের আক্রমণকারী দুটি পিট বুল কুকুরকে মেমফিস অ্যানিমেল সার্ভিসেসের সাহায্য নিয়ে বৃহস্পতিবার মেরে ফেলা হয়েছে।

শেরিফ অফিসের মুখপাত্র জন মরিস বলেছেন, পুরো বিষয়টি এখনো তদন্তাধীন।

কুকুরের সবচেয়ে হিংস্র জাতের মধ্যে পিট বুল অন্যতম। এদের আক্রমণাত্মক স্বভাব প্রতিরোধ করা খুব কঠিন। খুব ভালোভাবে এই কুকুরকে প্রশিক্ষণ না দিলে ফল হতে পারে মারাত্মক। ১৯৯১ সালের একটি গবেষণা অনুযায়ী, শিশুদের ওপর পিট বুলের আক্রমণগুলোর ৯৪ শতাংশই ছিল ক্ষতিকারক। ২০১৩ সালে যুক্তরাজ্যে পিট বুল পোষা নিষিদ্ধ করা হয়। ষাঁড় ও ভাল্লুককের হাত থেকে বাঁচার জন্য কুকুরের এই শংকর প্রজাতিটি তৈরি করা হয়েছিল। কিন্তু এরা মানুষের ওপরও আক্রমণ করতে শুরু করে। যুক্তরাষ্ট্রেও পিট বুলকে সবচেয়ে বিপজ্জনক কুকুর বলে মনে করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি