শনিবার,৩০শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্ষেপণাস্ত্র হামলা: লাইভ ছেড়েই ছুটলেন বিবিসির সাংবাদিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে গতকাল সোমবার সকালে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে অন্তত ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এর মধ্যে ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত ১৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া এতে আহত হয়েছে ৬০ জনের বেশি মানুষ।ইউক্রেনে রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় দেশটির রাজধানী কিয়েভ থেকে লাইভ দিচ্ছিলেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক রিপোর্টার হুগো বাচেগা।

প্রথম যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত হানে তখন হুগো কিয়েভের কেন্দ্রে এক হোটেলের ছাদে বিবিসির জন্য লাইভ করছিলেন। এরপর যখন বাতাসে ক্রুজ মিসাইলের শব্ধ শোনা যায় তখন হুগো আকাশের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে নিচে আশ্রয় নেন। হুগো লাইভ সম্প্রচার থেকে একপ্রকার বাধ্য হয়ে পালিয়ে যান। এরপরেই হোটেলের পাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান হুগো বাচেগা। তিনি বলেন, ‘আমি বিবিসির লাইভে কথা বলছিলাম। যখন বিকট আওয়াজ শুনতে পাই তখন সেন্ট মাইকেল সোনালি মঠের দিকে তাকাই। কিয়েভের আকাশে হেলিক্প্টার বা বিমান চলাচল খুবই বিরল।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি