শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইমরান খানকে গুলি করার কারণ জানালেন সন্দেহভাজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে ইমরানকে গুলি করার কারণ জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, আটক সন্দেহভাজন এক ভিডিও বিবৃতিতে গুলি করার দায় স্বীকার করেছেন। ইমরান খান জনগণকে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছেন বলে দাবি তার।

ওই যুবক বলেন, ‘তিনি (ইমরান) মানুষকে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছিলেন। আমি এটা দেখে সহ্য করতে পারছিলাম না, তাই তাকে হত্যার চেষ্টা চালাই।’

তিনি বলেন, ‘আমি তাকে হত্যা করার সর্বোচ্চ চেষ্টা চালাই। আমি শুধু ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম, অন্য কাউকে না।’

আজ বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে চলমান লং মার্চ থেকে গুলিবিদ্ধ হন ইমরান খান। এ ঘটনায় পিটিআইয়ের আরও পাঁচজন নেতা আহত হয়েছেন।হামলার বিষয়ে পিটিআই নেতা ইমরান ইসমাইল বলেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বহরে থাকা পিটিআই নেতা ফয়সাল জাভেদ আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় তাদের দলের একজন নেতা মারা গেছেন বলে খবর পেয়েছেন।

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সম্প্রতি চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করার কথা ছিল।

প্রসঙ্গত, টানা সপ্তম দিনের মতো চলছে ইমরান খানের ডাকা লং মার্চ। প্রতিদিনই লং মার্চের ভাষণে জ্বালাময়ী ভাষণ দেন তিনি। লং মার্চের শুরুর দিকে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের প্রচ্ছন্ন হুমকি দেন পিটিআই চেয়ারম্যান। পরে একপ্রকার হুঁশিয়ারি দেন ক্ষমতাসীন শেহবাজ সরকারকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি