শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২২

স্পোর্টস ডেস্ক:

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ফ্রান্স জাতীয় দলের স্ট্রাইকার করিম বেনজেমা। বিশ্বকাপ শুরুর আগে একে বড় ধরনের ধাক্কা বলেই মনে করা হচ্ছে দলটির জন্য। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, বেনজেমার বদলে মূল একাদশে দেখা যাবে অলিভার জিরুকে।

শনিবার (১৯ নভেম্বর) কাতারের দোহায় অনুশীলনে নেমেছিলেন বেনজেমা। এ সময় বাঁ পায়ের উরুতে পুরনো চোট জেগে ওঠে। পরে এমআরআইয়ের মাধ্যমে জানা গেছে, এ অবস্থা থেকে সেরে উঠতে তার তিন সপ্তাহ সময় লেগে যাবে। অর্থাৎ একরকম নিশ্চিতভাবেই বলা যে কাতার বিশ্বকাপে আর খেলতে পারছেন না তিনি।

এর আগে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বে ইনজুরিতে পড়লে বাধ্য হয়ে তাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। এরপর দল ঘোষণার পর চোটের জন্য ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু। এ নিয়ে বিশ্বকাপে আসার আগেই দুশ্চিন্তায় ছিলেন দেশম। তারমধ্যে করিম বেনজেমার এই নতুন ইনজুরি রীতিমত শঙ্কায় ফেলে দিয়েছে তাকে।

এ বিষয়ে দেশম বলেন, করিম এই বিশ্বকাপকে একটি লক্ষ্য বানিয়েছিল। ওর এ অবস্থার জন্য আমি খুবই মর্মাহত।

শোনা যাচ্ছে, বেনজেমা ছিটকে যাওয়ায় দলে তার স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেতে পারেন অ্যান্থনি মার্শিয়াল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি