বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: নিহত ৪৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমিকম্পের আতঙ্কে বাইরে দাঁড়িয়ে আছেন স্থানীয়রা।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।

সোমবার ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, শত শত বা হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ১০০ দূরে অবস্থিত রাজধানী জাকার্তা। সেখানেও কম্পন অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ক্ষয়ক্ষতি এড়াতে উঁচু ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।

হারমান সুহেরম্যান নামের এক সরকারি কর্মকর্তা জানান, একটি হাসপাতালে শত শত আহত মানুষকে সেবা দেওয়া হয়েছে। তারা ভবনের ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়ে আহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি