শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১০ ডিসেম্বর সরকার পতনের কর্মসূচি ঘোষণা: খন্দকার মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে বর্তমান সরকারকে বিদায়ের কর্মসূচি ঘোষণা করা হবে। নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার (এসএওয়াইআরসি) এই আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে গায়ের জোরে, বিনা ভোটে সরকার আছে প্রায় ১৪ বছর ক্ষমতায় আছে। দেশে গণতন্ত্র বলে কিছু নেই। আমরা দেশে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। এই সরকার যত দ্রুত শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিবে, তত ভালো। তা না হলে জনগণ প্রস্তুত হচ্ছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতনের বার্তা বিএনপি আটটি সমাবেশে দিয়েছে। ১০ ডিসেম্বর আমাদের সমাবেশ থেকে এই সরকারের বিদায়ের কর্মসূচি ঘোষণা করব।’

আলোচনা সভায় আরও বক্তব‌্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, এসএওয়াইআরসির চেয়ারম্যান সুমন হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি