শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » আ’লীগ সাধারণ সম্পাদক কাদের সাহেব কিছু দিন ধরে প্রলাপ বকছেন: মির্জা আব্বাস


আ’লীগ সাধারণ সম্পাদক কাদের সাহেব কিছু দিন ধরে প্রলাপ বকছেন: মির্জা আব্বাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

‘৯টি সমাবেশে ছাড় দেওয়া হয়েছে, বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বাংলাদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। উনি কিছু দিন ধরে প্রলাপ বকছেন। এই প্রলাপ কী আমরা মেনে নেব!’

সোমবার বেলা ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের বিকল্প জায়গার বিষয়ে দলের মত তুলে ধরেন তিনি।

সম্মেলনে মির্জা আব্বাস বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সোহরাওয়ার্দী ও তুরাগ ছাড়া ঢাকা মহানগরীর মধ্যে অন্য নিরাপদ জায়গায় সমাবেশ করতে বললে তারা ভেবে দেখবে। পুলিশ যদি আমাদের কাছে ভেন্যুর নাম জানতে চায় আমরা বলতে রাজি আছি।

নয়াপল্টন বাদে বিএনপির কোনো পছন্দ আছে কিনা— এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের পছন্দ থাকলেও সেটি যদি তারা আমাদের জিজ্ঞাসা করেন তখন বলব।’

পছন্দের জায়গার কোনো তালিকা আছে কিনা, জানতে চাইলে এ নেতা বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না।’

ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা বলেছি শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের কি লিফলেট বিতরণ নিষেধ! সমাবেশের জন্য প্রস্তুতিমূলক কাজে কি নিষেধাজ্ঞা আছে? সভা-সমাবেশ করা তো আমার সাংবিধানিক অধিকার।’

সরকারকে অভয় দিয়ে এ বিএনপি নেতা বলেন, ‘একটা সভায় সরকার পতন হবে না। সরকার কেন ভয় পায়, বুঝি না।’
নয়াপল্টনের শান্তিপূর্ণ সমাবেশে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, হামলা-মামলা বন্ধ করুন। সমাবেশে যারা অংশ নেবেন, যারা আসবেন বলে ধারণা করেছেন, সেখানে হামলা হচ্ছে অভিযোগ করে আব্বাস বলেন, ঢাকা জেলার সভাপতি আশফাকের বাসায় হামলা হয়েছে।

তবে বিএনপির কর্মীরা ভীত নন় জানিয়ে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, সন্ত্রাস মোকাবিলা করেই সমাবেশ করবে বিএনপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি