ষ্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীর কাছে বিজয় মানে কী? এমন ভাবনা থেকে “স্বাধীনতার ৫১ বছরে আমার বিজয়ের গল্প” শীর্ষক উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন কুমিল্লার বিলকিছ আলম পাঠাগার।
বিলকিছ আলম পাঠাগার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার সফিউল আহমেদ বাবুল। বিশেষ অতিথি ছিলন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক এবিএম মুসা ভুইয়া, কবি ও গবেষক মাহবুবুল মাওলা রিপন, বিশিষ্ট সমাজ সেবক কাজী এনামুল হক। সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা মাওলা নুরুল আলম।
প্রধান অতিথি বলেন, চৌদ্দগ্রামেই আমি ১৯৭১ সালে প্লাটুন কমান্ডার ছিলাম। আর এখন জেলা কমান্ডার। আমরা সেদিন একাত্তরে যুদ্ধ করেছি দেশের জন্য। আর এখন যুদ্ধ করে চলছি সামাজিক মুক্তির জন্য। এই পাঠাগার যা করে যাচ্ছে এটা আমাদেরই কাজের অংশ।
বিশেষ অতিথি মাহবুবুল মাওলা বলেন, সাহিত্য সংস্কৃতি বিষয় সব সময় মানুষের জীবনকে উন্নত করেছে। আমাদের যুদ্ধ ও সামাজিক মুক্তি পরস্পরের এপিঠ ওপিঠ। দুটি বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে কাজ পাঠাগার। আমি বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগেকে স্বাগত জানাই।
আলোচনা শেষে উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চৌদ্দগ্রামের কীর্তিমানদের পরিচিতি দিয়ে করা নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ইমরান মাহফুজ।
উল্লেখ্য ‘বই পড়ি নিজেকে জানি’ স্লোগানে সমাজের সব বয়সীদের জন্য বিলকিছ আলম পাঠাগার কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে। বই বিনিময়, পাঠচক্র, লেখকের মুখোমুখি পাঠক, বাড়ি বাড়ি পাঠকের খোঁজে- এমন নতুন নতুন চিন্তায় গতানুগতিক পাঠাগারের ধারণাকেই পাল্টে দিচ্ছে।