বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আফগানিস্তানের সাবেক নারী সংসদ সদস্য মুরসাল নবীজাদা (৩২) এবং তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মুরসাল নবীজাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে অল্পসংখ্যক নারী পার্লামেন্ট সদস্য কাবুলে ছিলেন, নবীজাদা তাদের মধ্যে অন্যতম।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, নবীজাদা ও তার এক দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন, রবিবার বেলা তিনটার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন।

আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, নবীজাদার মৃত্যুতে তিনি শোকাহত এবং তার প্রত্যাশা, অপরাধীদের শাস্তি হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি