শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

কয়েকটি বিতর্কিত ঘটনার জেরে পদত্যাগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। তীব্র সমালোচনার মুখে আজ সোমবার পদত্যাগ করেন তিনি।

ইউক্রেনকে জার্মানির তৈরি ট্যাংক ও পাঁচ হাজার সামরিক হেলমেট প্রদানের ঘটনা নিয়ে চাপে ছিলেন জার্মানির এই মন্ত্রী।
জার্মানির সশস্ত্র বাহিনীকে উন্নত করতে ব্যর্থ হওয়ার দায়ও তার ওপর চাপান অনেকে।

এছাড়াও নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন লামব্রেশট। ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে।

সমালোচকেরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি