ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
পরে তাদের দেখানো মতে, হত্যায় ব্যবহৃত ছুরিগুলোও জব্দ করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।
গ্রেফতারকৃতরা হলেন— ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার আবদু খলিলের ছেলে জয়নাল আবেদীন (২৮) ও কামাল উদ্দিন (২৫)। তাদের কাছ থেকে খুনে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) এবং লোহার রড উদ্ধার করে পুলিশ।
এর আগে সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া প্রাথমকি বিদ্যালয় এলাকায় ব্যাডমিন্টন খেলায় কিশোরকে প্রহারের ঘটনায় দুই ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন গ্রেফতারকৃতরা।