শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নাইজেরিয়ায় পশুপালকদের একটি দলের ওপর বোমা হামলা, নিহত ৪০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২৩


ডেস্ক রিপোর্ট:

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে পশুপালকদের একটি দলের ওপর বোমা হামলায় ৪০ জন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার দেশটির নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

আবদুল্লাহি সুলে বলেন, নাসারাওয়া ও বেনু রাজ্যের সীমান্তবর্তী গ্রাম রুকুবিতে বুধবারের হামলায় ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি।

সুলে বুধবার রাতে আরাইজ নিউজ টেলিভিশনকে বলেন, আগে গুজব উঠেছিল বিমানবাহিনী বোমা হামলা চালিয়েছে কিন্তু এখন আমরা জানতে পেরেছি ওই এলাকার ওপর দিয়ে বিমানবাহিনীর কোনো বিমান উড়েনি।

বিমানটি কে পরিচালনা করছে তা উল্লেখ না করে সুলে বলেন, এটি একটি ড্রোন ছিল যেটি এলাকার ওপর দিয়ে উড়ে যায় ও বোমা ফেলে। পশুপালকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ জানায়, বোমাটি নাইজেরিয়ার সামরিক বিমান থেকে ফেলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি