শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গার্ডিয়ানের চোখে বর্ষসেরা ফুটবলার মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২৩

স্পোর্টস ডেস্ক:

বর্ষসেরা ফুটবলারদের ক্রমটা সাধারণত বছরের শেষ দিকেই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। কিন্তু ২০২২ সালটাকে তো আর অন্যান্য বছরের সঙ্গে মেলানো যায় না। ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপটা যে গত মাসেই শেষ হয়েছে কাতারে। সেই বিশ্বকাপের পারফরম্যান্স যেন অনূদিত হয় নতুন তালিকায়, সেটি নিশ্চিত করতেই গতকাল ২০২২ সালের শীর্ষ ১০০ ফুটবলারের নাম প্রকাশ করেছে গার্ডিয়ান।

তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপের স্বাদ উপহার দিয়েছেন লিওনেল মেসি। গার্ডিয়ানের বিচারকদের চোখে বছরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়কই। ২০২১ সালের সেরা ফুটবলারদের তালিকায় দুইয়ে ছিলেন মেসি।

১৪ জন বর্তমান ও সাবেক ফুটবলার ছাড়াও কোচ, সাংবাদিকরা মিলে মোট ২০৬ জন বিচারক মূল্যায়ন করেছেন ফুটবলারদের। প্রত্যেককে ৪০ জন খেলোয়াড়ের নাম দিতে হয়েছে। কোনো বিচারকের তালিকায় ১ নম্বরে থাকা খেলোয়াড় পেয়েছেন ৪০ পয়েন্ট, দুইয়ের জন্য বরাদ্দ ছিল ৩৯ পয়েন্ট, এভাবে ৪০ নম্বর খেলোয়াড় পেয়েছেন ১ পয়েন্ট। তবে অন্তত পাঁচ বিচারকের ভোট না পেলে কেউ বিবেচিত হননি তালিকায়। একাধিক খেলোয়াড়ের মোট পয়েন্ট সমান হলে যে খেলোয়াড় বেশি বিচারকের ভোট পেয়েছেন, তাকে ওপরে রাখা হয়েছে। বিচারকদের চোখে নিরঙ্কুশভাবে সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। ২০৬ জন বিচারকের ১৫৬ জনই (৭৬ শতাংশ) এক নম্বরে রেখেছেন মেসিকে।

ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর ছিলেন আটে। পর্তুগিজ তারকা এবার নেই সেরা ৫০-এ। ৪৩ ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ৫১ নম্বরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি