রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ের এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০২৩

মোঃ জামাল উদিন দুলাল:

কুমিল্লার বুড়িচংয়ের উপজেলার শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খানের। কিন্তু গুরুত্ব পূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলশান আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেম ।

বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান জামশেদুল আলম, সাবেক চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম (আ:হক) মাষ্টার, শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ জয়নাল হোসেন শামীম, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, মোঃ মনিরুজ্জামান আখন্দ, মোঃ মাহবুব আলম, মোঃ মাহাবুব আলম মাষ্টার।

সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার, শামীম আহমেদ মাষ্টার, এমরান হোসেন ও সূচনা রানী সূত্রধর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, সহিদুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম মাষ্টার, মোঃ রবিউল আলম, শ্রী লিটন চন্দ্র ধর, পলি রানী সরকার, ফজলুর রহমান মাষ্টার, মোহাম্মদ ফয়সাল । উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের (তোতা মিয়া) , এস এ জাহের মেম্বার, মোঃ লিটন রেজা মেম্বার,সাবেক সদস্য মোঃ হাসান মিয়া , মোঃ সহিদুল ইসলাম সড় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের শিক্ষা ও সামাজিকীকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়াই ছিল এম এ ছাত্তারের লক্ষ্য। বক্তারা, শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকের বড় ভূমিকা রয়েছে। আর ভালো শিক্ষক হতে হলে অবশ্যই পাঠদানের আগে প্রস্তুতি নিয়ে ক্লাসে আসতে হবে বলে মত প্রকাশ করেছেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি