শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


র‌্যাংকিংয়ে ১০৪ ধাপ এগিয়েছে কুবি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০২৩

আতিকুর রহমান তনয়,কুবি প্রতিনিধি:

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা র‌্যংকিং প্রকাশকারী প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স-এ ১০৪ ধাপ এগিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চার হাজার ৮২৯। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ওয়েবমেট্রিক্সের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

আরো জানা যায়, মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ন্যাশানাল রিসার্চ কাউন্সিলের উদ্যোগে একটি দল সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবে নিজেদের উপস্থাপন, গবেষণা আর্টিকেল ও সাইটেশনের মাধ্যমে অবদানের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করে৷

তালিকা অনুসারে এশিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ১৯৮১ তম এবং দক্ষিণ এশিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০৮ তম। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ৪১ তম অবস্থানে আছে কুবি৷

বিশ্ববিদ্যালয়ের এই অগ্রগতি সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমার এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরুতেই আমার লক্ষ্য ও উদ্দেশ্যই ছিল এর গবেষণায় মনোযোগ দেয়া৷ এর জন্য শুধু গবেষণা সংখ্যা নয়, হাই-কোয়ালিটি গবেষণা জার্নালে প্রকাশিত গবেষণাকে গুরুত্ব দিচ্ছি।

তিনি আরো বলেন, আমরা যদি এই ধারা চলমান রাখতে পারি এবং পাশাপাশি উন্নতির চেষ্টা করি তাহলে এমন বড় বড় সাফল্য খুব দ্রুত আমাদের হাতে আসবে৷

এর আগে গত বছরের আগস্টে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫,২৪৯ তম থেকে ৩১৬ ধাপ এগিয়ে ৪,৯৩৩ তম অবস্থানে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি