মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উদ্বোধনের আগেই সরকারি বিদ্যালয়ের ভবনে ফাটল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর বাউফলে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রের নবনির্মিত ভবনে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলার ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। দরপত্র প্রক্রিয়া শেষে একেমা অ্যান্ড জেবি নামের একটি প্রতিষ্ঠানকে সাড়ে ৫ কোটি টাকার চুক্তিতে ভবনটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। কাজ শুরুর পর থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার ও নিয়মানুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইতিমধ্যে ভবনের শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে পুরো টাকা তুলে নিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু রোববার ভবনটি পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, নীচ তলার মেঝেতে অসংখ্য ফাটল ধরেছে। পেছনে সিঁড়ির বিমে বড় ফাটলের সৃষ্টি হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি বাপ্পি বলেন, নিয়ম মেনেই কাজ সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকার নিম্নমানের উপকরণ ব্যবহার হয়নি।

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। এটা ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, প্রকল্প পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি