শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে ৩ ব্যাপী নাট্য উৎসব শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত। উৎসবে মোট তিনটি বিশ্ববিদ্যালয়ের নাট্য দল অংশগ্রহণ করবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গান’ স্লোগানকে ধারণ করে থিয়েটার কুবির আয়োজনে শুরু হয়েছে ‘দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ২০২৩’।

উৎসবের প্রথম দিনে রাত ৯টায় থিয়েটার কুবির পরিবেশনায় হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘১৯৭১’ প্রদর্শিত হয়। এর নির্দেশনায় ছিলেন তামিম আল হাসান ও পুনর্নির্দেশনা দিয়েছেন মোহন চক্রবর্তী। এর আগে রাত সাড়ে ৮টায় কুবি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন উৎসবের উদ্বোধন করেন। ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাকিন খান।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক আহমেদ জানান, দ্বিতীয় দিন মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাটক ‘এ মিড নাইট সামার’ ও তৃতীয় দিন বুধবার (২২ মার্চ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষাণ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘লাল সবুজের দেশ’ মঞ্চায়ন হবে।

উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, থিয়েটার কুবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব একটি ভিন্নধর্মী আয়োজন। এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ূন কবির, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও থিয়েটার কুবির উপদেষ্টা এন এম রবিউল আউয়াল চৌধুরী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি