সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুবির বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতির বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ


কুবির বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতির বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুমোদনহীন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহম্মদ কামাল উদ্দিনের বিরুদ্ধে ছাত্রজীবনে ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার কেন্দ্রীয় অনুমোদনহীন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এরপর থেকে ক্যাম্পাস জুড়ে তাকে নিয়ে শুরু হয় গুঞ্জন। অভিযোগ আসে তার ছাত্রজীবনে শিবির সংশ্লিষ্টতার কথা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা বারবার বলেছি যে এখানে জামাত-বিএনপি একটি জোট সংঘবদ্ধভাবে বঙ্গবন্ধু পরিষদকে কলুসিত করার জন্য বঙ্গবন্ধু পরিষদের নামে একটি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে। যাকে ওই সংগঠনের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে সে ছাত্র অবস্থায় শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল বলে বিভিন্ন পত্রিকার মাধ্যমে জেনেছি।

তিনি আরো বলেন, আমরা জানি এ বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে জামাত বিএনপি জোটের প্রধান এজেন্ডা হলো বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করা৷ আমরা মনে করছি বঙ্গবন্ধু পরিষদকে কলুসিত করার জন্য এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্যই ছাত্র শিবিরের সাথো জড়িতদের নিয়ে একটি কমিটি ঘোষণা করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে সময় তিনি শিবির ঘেঁষা আলাওল হলে থাকতেন। এছাড়াও সে সময় ছাত্রলীগের রাজনীতি করা ব্যক্তিরা তাকে শিবির বলেই জানতো বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাযহার বলেন, ‘যখন আমাদের ছাত্রলীগের নেতারা শিবিরের হামলার কারনে ঠিকভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারতো না, তিনি সেসময় জামায়াত-শিবির ঘেঁষা আলাওল হলে থাকতেন এবং সে সময়কার শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার উঠা বসা ছিল।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেই সময়ের সাংগঠনিক সম্পাদক উৎপল অধিকারী বলেন, ‘সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। তৎকালীন জামায়াত নিয়ন্ত্রিত যে হলগুলো ছিল সেই হলগুলোর মধ্যে একটি ছিল আলাওল হল সে ঐ হলে থাকতো।’

এ বিষয়ে কাজী কামাল উদ্দিন বলেন,
‘এটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এটির কোনো প্রমাণ নেই।’

বিভিন্ন প্রশাসনিক পদ, শিক্ষক রাজনীতিতে আধিপত্য দেখানোকে কেন্দ্র করে বঙ্গবন্ধু পরিষদকে ভাগ করা হয় বলে বিভিন্ন শিক্ষকরা জানান। একই নামে দুটো সংগঠন থাকার ব্যাপারে কাজী কামাল উদ্দিন বলেন, ‘ওটা তো মেয়াদোত্তীর্ণ। ওটারও তো অনুমোদন নেই।’

এ ব্যাপারে কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘কোনো সংগঠন করতে হলে সেটার যদি কেন্দ্রীয় কমিটি থাকে তাহলে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে কমিটি ঘোষণা করতে হয়। কেন্দ্রীয় কমিটির অনুমোদন না নিয়ে নিজেরা কখনো কমিটি গঠন করতে পারে না। এটি আইনগত ভাবে সঠিক নয়।’

কেন্দ্রীয় অনুমোদনহীন সংগঠনের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি থাকবে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক একটি পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছেন যে অনুমোদিত যে কমিটি আছে সেটির বাহিরে যেন অন্য কোনো সংগঠন কোনো কার্যক্রম না চালায়। আমরা কেন্দ্রকে জানাবো।’

সার্বিক বিষয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘অনুমোদনহীনের আবার কমিটি কিসের। এটির তো অনুমোদনই নেই। বঙ্গবন্ধু পরিষদের মধ্যে এমন বিভক্তি আমরা পছন্দ করি না। সবাই মিলে কাজ করা উচিৎ, সবাই মিলে এগোনো উচিৎ। এটিই আমাদের প্রত্যাশা। যাদের অনুমোদন আছে এবং যারা অনুমোদনহীন আমরা দু’পক্ষকেই বলবো একত্রে কাজ করার জন্য। দুই পক্ষকে একত্র করার জন্য যদি আমাদের কিছু করার থাকে তাহলে আমরা চেষ্টা করবো একত্র করার জন্য।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি