রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ঠিকানা পেলো ১৫৫টি পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০২৩

মোঃ জামাল উদিন দুলালঃ

দেবিদ্বারে ঠিকানা পেলো ১৫৫টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিঁনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এদল মানুষের পাশে থাকে। জাতির জনক বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। বুধবার গণভবন থেকে দেশের বিভিন্ন উপজেলায় জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

দেবিদ্বার উপজেলার ১৫৫টি পরিবারকে একক ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, প্রকল্প কমকর্তা মোঃ গোলাম মাওলা, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গুনাইঘর ইউপি চেয়ারম্যান মোঃ মুকবল হোসেন মুকুল, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল, মোহনপুর ইউপি চেয়ারম্যান হাজী ময়নাল হোসেন সহ আরো অনেকে প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি