সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রতিষ্ঠার ১৬ বছরেও সীমানা প্রাচীর নেই কুবির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি প্রতিনিধি:

প্রতিষ্ঠার ১৬ বছর পার হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এখনো নেই কোন সীমানা প্রাচীর। সেই সুবাদে বহিরাগতরা বিভিন্ন টিলায় মাদকের আসর বসাচ্ছে। ফলে প্রায়ই বিভিন্ন টিলায় আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে।

খোঁজ নিয়ে জানা যায়,২০২০ সালের ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে। ২০২১ সালের ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২২ সালের ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পেছনের অংশের পাহাড়ে আগুন লাগে। সবশেষে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ও ১ মার্চ আবারও আগুন লাগে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের উত্তর-পশ্চিম পাশে সীমানা প্রাচীর বলতে কিছুই নেই। কয়েকটি পিলার ব্যবহার হয়েছে সীমানা বোঝানোর জন্য। এই পথে নিয়মিত ঘটে বহিরাগতদের অবাধ যাতায়াত।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছরেও সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায়ই ক্যাম্পাসে ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। ক্যাম্পাসের লাইটসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগও রয়েছে। কেন্দ্রীয় খেলার মাঠে বেশ কয়েকবার ছিনতাইয়ের শিকারও হয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও কিছুদিন পর পর পাহাড়ে আগুন লাগে। বহিরাগতরা নেশাদ্রব্য সেবন করে অচেতন অবস্থায় এই আগুন লাগায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

লোকপ্রশাসন বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী দ্বীপ চৌধুরী বলেন, ‘সীমানা প্রাচীর না থাকায় সন্ধ্যার পরেই ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে, ফ্যাকাল্টিগুলোর পেছনে বহিরাগতদের মাদকের আড্ডা বসে। তারাই কখনো মাদক সেবনের পর অচেতন অবস্থায় আগুনের সুত্রপাত ঘটার কারণ হয়। তাছাড়াও সীমানা প্রাচীর না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে মাদকের প্রবেশ ঘটে এবং ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে।’

সীমানা প্রাচীর না থাকায় ক্যাম্পাসে চলাচলে অনিরাপদ অনুভব করছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা। এ বিষয়ে বাংলা বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী উম্মে মারিয়া বলেন, ‘সাংগঠনিকসহ বিভিন্ন কাজে প্রায়শই আমাকে ক্যাম্পাসে রাত ৮-৯টা পর্যন্ত থাকতে হয়।

কিন্তু বহিরাগতদের যাতায়াতের কারণে ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে যখন ক্যাম্পাস গেইট পর্যন্ত যাই তখনও নিরাপত্তার অভাব অনুভব করি। এটা ক্যাম্পাসের অবস্থা হতে পারে না। সীমানা প্রাচীর থাকলে আর বহিরাগতদের অবাধ যাতায়াত না থাকলে এমন হতো না।’

প্রতিষ্ঠার এতো বছর পেরিয়ে গেলেও এখনো সীমানা প্রাচীর না হবার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন এই বিষয় তিনি কিছু জানেন না। পূর্বে ইউজিসিতে প্রস্তাব পাঠানোর বিষয় জিজ্ঞেস করাতে তিনি বলেন, এগুলা রেজিস্ট্রার দপ্তরের কাজ না।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন জানান, এই বিশ্ববিদ্যালয়ে যে সীমানাপ্রাচীর নেই তা আমি অবগত ছিলাম না৷ আর এই প্রাচীর তো একদিনেই করা সম্ভব না৷ আমি এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো৷ প্রয়োজনে প্রক্টোরিয়াল বডির সদস্য বৃদ্ধি করবো আমরা৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি