সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খোলা আকাশের নিচে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে নিহত ১১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমের মধ্যে খোলা ময়দানে প্রচণ্ড রোদে সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রোববার (১৬ এপ্রিল) মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস।মারা যাওয়া সবাই খোলা ময়দানে রোদের মধ্যে বসেছিলেন। গরমে অসুস্থ হয়ে পড়া আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। মহারাষ্ট্র রাজ্য সরকারের এ আয়োজনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শিন্ডে ও ফাডনবিসও উপস্থিত ছিলেন।

দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের, অথচ আগত হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনো ছাউনির ব্যবস্থা ছিল না। তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় নাভি মুম্বাই এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ঘটনার পর প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। ১১ জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি