বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ চাইলেন মমতা ব্যানার্জি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চারদিন আগে পশ্চিমবঙ্গের মাটিতে একটি রাজনৈতিক সভা থেকে করা একটি মন্তব্যকে হাতিয়ার করে তার পদত্যাগ চেয়েছেন মমতা।

সোমবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নে একটি সংবাদ সম্মেলন করে মমতা বলেন, গত ১৪ এপ্রিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে বাংলায় মিটিং করতে এসেছিলেন। মিটিং তিনি করতেই পারেন। এটা তার স্বাধীনতা। দল বা জনগণের উদ্দেশ্যে কি বলবেন সেটা তার নিজস্ব বিষয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কখনোই সংবিধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তিনি কখনোই বলতে পারেন না বাংলা থেকে ৩৫ টা আসন পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলার বর্তমান সরকার চলে যাবে। এর অর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন।

মমতার অভিমত, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর এত উদ্ধ্যত্ব! তিনি দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে একটা নির্বাচিত সরকারকে ভেঙে দেবার কথা বলছেন। কিন্তু কোন আইনে তিনি ভাঙতে পারেন?

তিনি আরো বলেন, আসলে ওরা নিজেরাই আইন তৈরি করছে, ওরা সংবিধান, বিচারবিভাগ, ইতিহাস পরিবর্তন করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর এ কথা বলার কোন অধিকার নেই। আর এ কথা বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার থাকবার কোন অধিকার নেই। গণতান্ত্রিকভাবে আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছি।

উল্লেখ্য, বাংলা নববর্ষের শুরুর প্রাক্কালে শুক্রবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে একটি জনসভা থেকে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেছিলেন, দিদি (মমতা ব্যানার্জি) বাংলার গরিব মানুষদের কল্যাণে কাজ করে না। ওনার একমাত্র লক্ষ্য হল নিজের ভাতিজা (অভিষেক ব্যানার্জি)-কে মুখ্যমন্ত্রী বানানো। কিন্তু দিদি আপনি যতই স্বপ্ন দেখুন না যে আপনার পরে আপনার ভাতিজা মুখ্যমন্ত্রী হবে, আমি এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির কোন একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী হবেন।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি