শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার,আইসিইউতে চিকিৎসাধীন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ মে) দিনগত রাতে নবজাতককে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে উত্তরা লুবানা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. শাফিন মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন

তিনি বলেন, শিশুটির বাবা-মা কে; তা এখনও জানা সম্ভব হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

সেলিম খান নামে উদ্ধারকারী ওই ব্যক্তি জানান, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিশুর কান্না শুনতে পাই। কান্না শুনে শিশুটিকে খুঁজতে থাকি। একপর্যায়ে দেখতে পাই, একটি বাজারের ব্যাগে কে বা কারা শিশুটি ফেলে রেখে গেছে। পরে শিশুটি উদ্ধার করে দ্রুত লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি