শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কোহলিকে আইপিএলে নিষিদ্ধের দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০২৩

স্পোর্টস ডেস্ক:

এবারের আইপিএল হঠাৎ খেলার চেয়ে গরম হয়েছে ক্রিকেটারদের আচরণের খবর। মাঠের মধ্যে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি দ্বন্দ্ব তুমুল পর্যায়ে উঠেছে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন সাবেক কোচ রবি শাস্ত্রী।

ভারতীয় জাতীয় দলের সাবেক প্রধান কোচ বলেছেন, দুজনকে পাশাপাশি বসিয়ে সমস্যায় দাড়ি টানা হোক। সম্ভব হলে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।

টিভি চ্যানেল স্টার স্পোর্টস-এ শাস্ত্রী বলেছেন, দু-একদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ওরা হয়ত উপলব্ধি করতে পারবে, আরও ভালভাবে বিষয়টি সামলানো যেত। ওরা দুজনেই একই রাজ্য দলের হয়ে খেলেছে। দুজনেই দিল্লি থেকে উঠে এসেছে। ক্রিকেটে দুজনের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। গৌতম দুবারের বিশ্বকাপজয়ী। বিরাট আবার ক্রিকেটের আইকন। সেরা বিষয় হবে দুজনকে পাশাপাশি বসিয়ে সমস্যার সমাধান করা।

“এই কাজে যেই প্ৰথম ভূমিকা নিক, যত দ্রুত করা হবে ততই মঙ্গল। কেউই চায় বা বিষয়টি এভাবে জনসমক্ষে ছড়িয়ে দিতে। এই বিষয় যদি ভবিষ্যতেও চালু থাকে, মাঠে কথা কাটাকাটির পর এক জায়গায় জল অন্যত্র গড়াবে। যদি আমাকে মধ্যস্থতা করতে বলা হয় আমি রাজি।”

গাভাস্কার অবশ্য এত শান্তিপূর্ণভাবে ঘটনার মীমাংসা করতে নারাজ। সরাসরি বলে দিয়েছেন, আইপিএলে নিষিদ্ধ করা হোক কোহলিকে। “আরসিবি কোহলিকে রিটেন করেছে ১৭ কোটি টাকায়। ১৬ টি ম্যাচের জন্য কোহলির দর ১৭ কোটি। এর মধ্যে সেমিফাইনাল এবং ফাইনাল-ও অন্তর্ভুক্ত। হয়ত কোহলির জরিমানা হবে ১ কোটি টাকা। কোহলির ১ কোটি জরিমানা কী অবস্থার খুব একটা বদল হবে? এটা কি খুব কড়া শাস্তি? কয়েক ম্যাচের জন্য ওঁদের দূরে সরিয়ে রাখতে হবে। এরকম হলে ক্রিকেটাররাও ভয়ে ভয়ে থাকবে।

মাঠে লখনৌ বনাম আরসিবি ম্যাচে উত্তেজক লড়াই শেষে কোহলি এবং গম্ভীরকে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময় করতে। তারপর দুই দলের ক্রিকেটাররা সরিয়ে দেয় দুজনকে। আইপিএলের শৃঙ্খলাভঙ্গের জন্য দুজনেরই ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করা হয়।

পুরো ঘটনার সূত্রপাত নভিন উল হক এবং বিরাট কোহলির করমর্দনের সময়। কাইল মায়ের্স যখন বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছিলেন কোহলির সঙ্গে সেই সময় গম্ভীর আবার সরিয়ে দেন ক্যারিবীয় তারকাকে।

কোহলি প্ৰথমে গম্ভীরকে বন্ধুত্বপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছিলেন কাঁধে হাত দিয়ে। তবে তারপরেই পরিস্থিতি বিশ্রী দিকে মোড় নেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি