বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ৪দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি’র


সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ৪দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি’র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। অবিলম্বে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তবে টানা চারদিন নয়, ভিন্ন ভিন্ন চারদিন বেছে নিয়েছেন দলটির নেতারা।

শনিবার (১৩ মে) বিকালে নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে কর্মসূচী ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১৯ মে থেকে ৪ দিনের কর্মসূচি শুরু করবে বিএনপি। ১৯ তারিখ ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরীতে জনসমাবেশ। এরপর ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে জনসমাবেশ।

৬ দিনের বিরতি দেয়ে আগামী ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা ও মহানগরে জনসমাবেশ এবং ২৭ তারিখ ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি