ডেস্ক রিপোর্ট:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা কারও জীবন নিতে ও আঘাত করতে চাই না। আমরা চাই, শেখ হাসিনার শাসন ব্যবস্থার অবসান হোক। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, সেখানে জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রধানমন্ত্রী নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে ভয় পান। ভয় পান বলেই তো নিরপেক্ষ নির্বাচন দেন না।’
মঙ্গলবার (২৩ মে) বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি খালি হাতে আন্দোলন করে উল্লেখ করে রিজভী বলেন, ‘তারা পুলিশ সঙ্গে নিয়ে হামলা করে। আমাদের হাতে তো অস্ত্র নেই। আমরা খালি হাতে আন্দোলন করি। তাহলে আমরাই সাহসী, আমরাই বীর।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার ভাইয়ের যে রক্ত ঝরছে, এই রক্ত থামাতে হবে না? আজকে আন্দোলন সংগ্রামের নগরী নারায়ণগঞ্জ। এখানে অনেক অন্যায় অবিচার হয়। এখানে প্রতিবাদ করে কে? প্রতিবাদ করে বিএনপি। এই প্রতিবাদ না করলে আরও অন্যায় অবিচার হতো। আজকে কিশোর ত্বকী নেই কেন? পুলিশের গুলি ধারণ করে আপনাদের ভাই মারা যাচ্ছে। শাওন মারা গেছে। সে কী চুরি, ডাকাতি করেছিল? পুলিশ ঠাণ্ডা মাথায় গুলি করে তাকে হত্যা করেছে।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।