শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » আগামী নির্বাচনকে ঘিরে চলছে নানা চক্রান্ত-ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী


আগামী নির্বাচনকে ঘিরে চলছে নানা চক্রান্ত-ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জ, এ নির্বাচনকে ঘিরে চলছে নানা চক্রান্ত-ষড়যন্ত্র; বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নত হতে থাকলেই কিছু কুলাঙ্গার দেশের বদনাম করে বেড়ায়। অনুদানের টাকা পেতে বাংলাদেশ সম্পর্কে বিদেশে নানা ভ্রান্ত ধারণা দেয়। ভোট চোর আর গণতন্ত্র হরনকারীদের কাছ থেকে এখন ভোট আর গণতন্ত্রের কথা শুনতে হয় বলে উষ্মা প্রধানমন্ত্রীর। আশ্বাস দেন বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের।

সোমবার (৫ মে) গণভবনে দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন জেলার সাবেক ও বর্তমান নেতাদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী, আগামী নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত-ষড়যন্ত্র নিয়ে নেতা-কর্মীদের সাবধান করেন। বিএনপির আন্দোলনের পাশাপাশি বিদেশে দেশের বদনামকারীদেরও কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা।

এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিতরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। বর্তমান দাবদাহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে স্বীকার করেন প্রধানমন্ত্রী । সরকার বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের সাধ্য মতো চেষ্টা করছে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি