শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় ৩০টি গাঁজার গাছসহ এক নারী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২৩

এমডি. আজিজুর রহমান:

বরুড়ায় গাঁজা চাষের অপরাধে পেয়ারা বেগম নামের এক মধ্য বয়সী নারীকে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। বুধবার (১৪ জুন) রাত সারে তিনটার সময় অভিযান চালিয়ে ওই নারীকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটকের সময় তার জমি থেকে ছোট বড় ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আটককৃত ওই নারী উপজেলার গালিমপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

জানা গেছে, বুধবার (১৪ জুন) রাত সারে তিনটার সময় বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) আলী মর্তুজা, এ এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার ১১নং গালিমপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের ০৫নং ওয়ার্ডের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে পেয়ারা বেগম নামের ওই নারীকে আটক করা হয়।

ওই সময় অবৈধভাবে চাষ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। প্রতিটি গাছ আনুমানিক ৪৮ হইতে ৮৪ ইঞ্চি লম্বা হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার সবুজ নামের আরো একজন আসামি পলাতক রয়েছে।

এ বিষয়ে এসআই মোঃ আলী মর্তুজা জানান, পলাতক আসামী সবুজ (২৫) দীর্ঘদিন যাবৎ পেয়ারা বেগম (৪৫) এর নিকট হইতে মাদকদ্রব্য গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করিয়া বরুড়াসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি