শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশি মোজাম্মেল হোসেন লন্ডনের মেয়র প্রার্থীর তালিকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

লন্ডনের মেয়র নির্বাচন করতে হলে অন্তত আপনার এক জোড়া ভালো জুতা প্রয়োজন। কিন্তু মোজাম্মেল হোসেন নামের একজন ব্রিটিশ শীর্ষ আইনজীবি যিনি লন্ডনের মেয়র নির্বাচন করার প্রায় শেষ ধাপে আছেন তার বয়স ১৬ বছর পর্যন্ত নিজের এক জোড়া জুতা ছিলো না। মোজাম্মেল হোসেন নামের বরিশালের এই মানুষটির গল্প, উত্থান সবকিছুই যেনো রূপকথাকে হার মানায়।

লন্ডনের মেয়র প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী মোজাম্মেল হোসেনের নাম। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এমন একটি শীর্ষ পদের জন্য ক্ষমতাসীন দল কনজারভেটিভ (টোরি) পার্টির প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) লন্ডনের আসন্ন মেয়র নির্বাচনে সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করেন টোরি পার্টির নীতিনির্ধারকরা। সংক্ষিপ্ত সেই তালিকায় মোজাম্মেল হোসেনের নাম রয়েছে। বাকি দুজন হলেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা সুসান হল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও প্রযুক্তি ব্যবসায়ী ড্যানিয়েল করস্কি।

মোজাম্মেল হোসেনের জন্ম বরিশালের একটি মাটির দেয়াল আর টিনের ছাদের ঘরে। ৮ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। লন্ডনে এসেছিলেন ২১ বছর বয়সে পড়তে এবং তখনই জীবনে প্রথম বিমানে চড়েছিলেন। সেই মোজাম্মেল হোসেন এখন ব্রিটেনের নামকরা ক্রিমিলাল ব্যারিষ্টারই না শুধু, তিনি কিং কাউন্সেল একই সাথে সরকারি দল কনজারভেটিভের আগামী লন্ডন মেয়র প্রার্থীদের শর্ট লিস্টে ৩ জনের ১ জন। ব্যারিস্টার মোজাম্মেল লন্ডন ড্রিমের সর্বোচ্চ উদাহরণ হতে পারেন। ১৯৯৫ সালে ২১ বছরে বয়সে ব্রিটেনে এসে আজ লন্ডন মেয়রের স্বপ্নে বিভোর একজন মানুষ তিনি। তার হাত ধরেই ব্রিটেনে বাংলাদেশীদের অর্ধ শতকের গৌরবজ্জ্বল পথচলার সর্বশেষ পালক সংযোজিত হলো।

বাংলাদেশের অজপাড়া গা থেকে উঠে আসা মোজাম্মল হোসেন জানিয়েছেন, লন্ডন ঘিরে তার স্বপ্নের কথা। তিনি চান পাকিস্তানী বংশোদ্ভূত বর্তমান মেয়র সাদিক খান ব্যর্থতা কাটিয়ে লন্ডনকে আবারো নিরাপদ করে তুলতে।

লন্ডনের মেয়র প্রার্থীর তালিকায় মোজাম্মেল হোসেনের নাম জায়গা করে নেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি লন্ডনের মূল্যবোধেরতৈরি একজন মানুষ। এই শহরের প্রতি আমি কৃতজ্ঞ। এই শহর আমাকে সব দিয়েছে। এই শহরকে নিরাপদ করার জন্য যা যা প্রয়োজন, নিজের সর্বস্ব দিয়ে তা করতে চাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি