শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে সাংবাদিক সম্মেলন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৬.২০২৩

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

রোববার বিকাল ৫টায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, একটি কুচক্রী মহলের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করে গত ২৪ জুন ” আলাদীনের চেরাগ পেয়েছেন আশীর্বাদপুষ্ট ওরা ১১ জন ” শিরোনামে একটি দৈনিক পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটিকে উদ্দেশ্যে প্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট নিউজ বলে লিখিত বক্তব্যে আখ্যায়িত করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি স্যারের ছবি ব্যবহার করে ঘৃণ্য কাজ করেছেন। এতে মাননীয় এমপি মহোদয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় আমরা ইতিমধ্যে দৈনিক যুগান্তর পত্রিকা সম্পাদক প্রকাশক ও কুমিল্লা ব্যুরোকে লিগাল নোটিশ পাঠিয়েছি।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ আল-আমিন, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এর সভাপতি সোহেল রানা, হালিম সরকার ও ইলিয়টগঞ্জ দক্ষিণ যুবলীগের আহ্বায়ক আক্তার হোসেন মুন্না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি