শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুবলীগ নেতা জামাল হত্যায় অস্ত্র সরবরাহকারি হিসেবে মাসুদ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৬.২০২৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পড়ে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের ঘটনায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই মো মাসুদকে অস্ত্র মামলায় আদালতে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রবিবার (২৫ জুন) সিনি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতের বিচারক আব্বাস উদ্দিন এই গ্রেফতার আদেশ দেন। একই সাথে মাসুদ জামাল হত্যাকাণ্ডের ১০ নাম্বার আসামী।

মাসুদ আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামাল হত্যাকাণ্ড মামলার বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদ সালাউদ্দিন।

এই নিয়ে চান্দিনা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় আসামী হলো ৬ জন।

গত ৯ মে যুবলীগ নেতা হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অত্যাধুনি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৈকতকে গ্রেফতার করে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অস্ত্র উদ্ধারের ঘটনায় কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রাজেস বড়ুয়া ১০মে বাদী হয়ে চান্দিনা থানায় অস্ত্র আইনে ছাত্রলীগ নেতা মাজহারুলসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদ সালাউদ্দিন বলেন, ‘অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে মাসুদকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। এর আগে ১৬৪ ধারায় শুটার দেলু, ছাত্রলীগ নেতা মাজহারুল ও গাড়ি চালক সুমন হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহে মাসুদের সংশ্লিষ্টতার বিষয়টি পরিষ্কার হয়। আমরা আশা করি, অস্ত্র মামলার গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশে অস্ত্র সরবরাহের মাফিয়ারা বেরিয়ে আসবে। কিভাবে কোন পথে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে, কারা এসব নিয়ে আসতেছে; তা পরিষ্কার হবে’।

তিনি আরো বলেন, ‘এসব অবৈধ অস্ত্রের জন্য দেশে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এতে দেশে অস্থিরতা তৈরী হচ্ছে। এত অত্যাধুনিক অস্ত্র মাসুদের কাছে পাওয়ার বিষয়টি চাঞ্চল্যে তৈরী হয়েছে। এর উৎস বের করা দরকার’।

এদিকে অস্ত্র মামলার প্রধান আসামী মাজহারুল ইসলাম সৈকত স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে মাসুদের অস্ত্র সরবরাহের সংশ্লিষ্টতার বিষয়টি আদালতকে অবহিত করেছে। মাজহারুল আদালতকে জানায়, ‘জামাল হত্যাকাণ্ডের পর অস্ত্রগুলো মাসুদের বাড়িতে সে রেখে আসে ৷ তারপর মাসুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ব্যাগে করে অস্ত্র গুলো লুকিয়ে রাখে’।

অপরদিকে শুটার দেলু ও গাড়ি চালক সুমন হোসেন জামাল হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহের বিষয়টি জবানবন্দিতে আদালতকে বলেছে।

চান্দিনা থানায় অস্ত্র মামলার বাদী কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রাজেস বড়ুয়া বলেন, ‘ মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ আলমের অস্ত্র মামলায় গ্রেফতারের জন্য আদালতে আবেদন করেছেন। আমরা জামাল হত্যাকাণ্ড ও অস্ত্রের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি সকল তথ্য বের হয়ে আসবে’।

প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদ যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ১০ নাম্বার আসামী। কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গত ৩০ এপ্রিল রাত ৮ টার দিকে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন খুন হন। তিনজন বোরকা পরে এসে তাকে গুলি করে হত্যা করেন।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসায়িক সূত্রে পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি