শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভিবিডি-কুমিল্লার খুশির ঈদ: কোরবানির মাংস পেলেন ১৫টি পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০২৩

স্টাফ রিপোর্টার:

ভিবিডি – কুমিল্লা জেলার ভলান্টিয়াররা পাশে দাঁড়িয়েছে সমাজের এক ঝাকঁ মানুষদের পাশে যাদের আপনার আমার মতো কোরবানি দেওয়ার সুযোগ থাকে না।

ভিবিডি কুমিল্লা জেলা খুশির ঈদ নামক একটি প্রকল্পের আয়োজন করেছে। যেখানে সমাজের যাদের কোরবানি দেওয়ার সুযোগ হয় না, যারা প্রতিনিয়ত নিজেদের সাথে সংগ্রাম করে বেচে থাকে সেইসব মানুষদের মাঝে কোরবানির মাংস উপহারস্বরূপ তুলে দেয় ভিবিডি কুমিল্লার স্বেচ্ছাসেবকরা।

গত ১ জুলাই খুশির ঈদ কার্যক্রমে এবারের আয়োজনে ১ টি গরু কোরবানি দিয়ে ১৫ টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন সকলে।

এই আয়োজনে ভিবিডি-কুমিল্লার ৫০ জন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

বোর্ড মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: মাজহারুল ইসলাম,মানব সম্পদ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সাবিহা জান্নাত ও জনসংযোগ কর্মকর্তা মো: ইসমাইল আবিদ।

তাছাড়াও এলামনাই সদস্য হামিম আহমেদ, আবরার আল দাইয়ান, আবদুল্লাহ আল ফাহাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের একটি যুব শাখা। যা দেশের ৬৪ জেলায় অন্তত ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি