শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়া বাজা‌রে অ‌ভিযান: ৬ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০২৩

স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার বরুড়া উপ‌জেলার বরুড়া বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে ৪ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বুধবার (৫ জুলাই) বেলা ১২ টার দিকে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় দৃশ‌্যমান স্থা‌নে পণ‌্য ও সেবার মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, অ‌তি‌রিক্ত মূ‌ল্যে চি‌নি বি‌ক্রি, ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ‌্য যথাযথভা‌বে সরবরাহ না করা এবং নি‌ষিদ্ধ ঘো‌ষিত পা‌কিস্তানী রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ৩৩ পিচ ক্রিম জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠা‌নগু‌লো যথাক্রমে সৌ‌দিয়া হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট ৫ হাজার টাকা, স্মৃ‌তি স্টোর ২ হাজার টাকা, নী‌শিতা ভ‌্যারাই‌টিজ স্টোর ৩ হাজার টাকা এবং সো‌হেল ব্রাদার্স ১০ হাজার টাকা।

এছাড়া বরুড়া উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মঈন উ‌দ্দিন কর্তৃক ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রে দুই প্রতিষ্ঠান‌কে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে বি‌ক্রেতা ও ক্রেতা‌দের স‌চেতন করা হয়।

অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শ‌ফিকুল ইসলাম এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি