শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধকে ধর্ষণের মামলা দিয়ে দুই প্রবাসীকে ফাঁসানোর চেষ্টা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০২৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধ কে ধর্ষণের মামলা দিয়ে দুই প্রবাসীকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ ব্যাপারে ভুক্তভোগী সৌদি প্রবাসী দুই ভাই।

এবং এলাকার সমাজসেবক, জনপ্রতিনিধি সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার প্রতিবাদ ও তাদের ক্রয়কৃত সম্পত্তির ফিরে পাওয়ার দাবী জানান।
ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী ফারুক আহমেদ মোল্লা ও আবু আহমেদ মোল্লা দীর্ঘ দিন যাবত প্রবাসে টাকা রোজগার করে একই গ্রামের শরিফ ভুইয়া ও তার স্ত্রী হাসিনা বেগমের নিকট থেকে দুই দাগে ৬৫শতাংশ জমি ক্রয় করেন। জমি কিনার পর তারা প্রবাসে থাকাকালীন কিছু জমি বুঝিয়ে দেন আর বাকি জমি পরে বুঝিয়ে দিবেন। সৌদি আরব প্রবাসী ফারুক আহমেদ মোল্লা ও আবু আহমেদ মোল্লা দীর্ঘ দিন প্রবাস থেকে দেশে ছুটিতে আসলে বাকি জমির দখল বুঝিয়ে দিতে চাইলে উল্টো টাকা দাবী করেন। পরে সালিশ দরবারে তাদেরকে দলীল মূলে ক্রয়কৃত ৬৫শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার সাবস্থ্য করেন। এ বিচার না মেনে শরিফ ভুইয়া ও তার স্ত্রী হাসিনা বেগম তাদের তালাক প্রাপ্ত মেয়েকে দিয়ে আদালতে ধর্ষণের চেষ্ঠা মামলায় জরিয়ে দেয়।

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী ফারুক আহমেদ মোল্লা বলেন, দীর্ঘ দিন প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্যন করেছি। তা দিয়ে দুই ভাই ৬৫ শতাংশ জমি কিনেছি। তার দখল বুঝে চাইতে গিয়ে তারা তালাকপ্রাপ্ত মেয়েকে দিয়ে আদালতে ধর্ষণের মিথ্যা মামলার শিকার হয়েছি। তাই সংবাদ সম্মেলেনের মাধ্যমে এর প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজ উদ্দিন ভুইঁয়া বলেন, জমি রাখার সময় আমরা ছিলাম। ক্রয় করার সময় কিছু জমি বাড়ির পাশে ছিল, তারা প্রবাস থেকে আসলে বুঝে দিবে। তারা প্রবাস থেকে ছুটিতে আসার পর বাকি জমির দখল চাইলে জমির দাম ভেরে যাওয়ায় উল্টো টাকা দাবী করেন। টাকা না দেওয়া তালাক প্রাপ্ত মেয়েকে দিয়ে আদালতে ধর্ষণের মিথ্যা দেওয়া ঠিক হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধি সায়িদুল হক টিটু মেম্বার বলেন, শরিফ ভুইয়ার আমার চাচাত ভাই, আমরা সালিশ দরবারে বসে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা স্বামী স্ত্রী বিক্রি করা জমির কিছু অংশ দখল বুঝিয়ে দিবে বলেছে। তারা বুঝিয়ে না দিয়ে ছুটিতে দেশে আসা দুই প্রবাসীকে ধর্ষণের মত মিথ্যা মামলা দিয়ে ঝরানো ঠিক হয়নি।

এ দিকে শরীফ ভুঁইয়ার সাথে আলাপকালে তিনি বলেন, ১৫ বছর আগে জমি বিক্রি করছি তখন তা বুঝিয়ে দিছি। আমার মেয়ের বিষয়ে কি হয়েছে তা আমি জানি না।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, আদালত থেকে এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর আসল রহস্য জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি