শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হেঁটে সৌদি আরবে হজের উদ্দেশে রওনা দিলেন কুমিল্লার আলিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

হেঁটে সৌদি আরবে হজের উদ্দেশে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ (২৫) নামের এক যুবক। ২০২৪ সালে সৌদি আরব গিয়ে মক্কা ও মদিনায় হজ করার ইচ্ছে তার। এজন্য হেঁটে যেতে হবে ৫ হাজার ২৫৫ কিলোমিটার পথ। আজ শনিবার সকালে পরিবারের সদস্যদের কাছ থেকে দোয়া নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

আলিফ মাহমুদ নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার মরহুম আবদুল মালেকের ছেলে।

আলিফ মাহমুদ বলেন, ‘আমি সাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। আমার ইচ্ছা হয়েছে হেঁটে সৌদি আরবে গিয়ে হজ করার। ইচ্ছা পূরণের জন্য প্রথমে ভারতের ভিসা করেছি। ভারত যাওয়ার পর পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবে যেতে ভিসা লাগবে। আশা করি সরকারের সহযোগিতায় যথাসময়ে ভিসা পেয়ে যাব। এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী।’

 

আলিফ মাহমুদের মা বিবি জরিনা বেগম বলেন, ‘আমাদের ছোট সন্তান আলিফ মাহমুদ হেঁটে হজ করার লক্ষে মক্কা ও মদিনার উদ্দেশে রওনা দিয়েছে। এজন্য সবাই তাকে দোয়া করবেন। যেন হজ পালন করে আবার সুস্থভাবে ফিরতে পারে।’

স্থানীয় মেম্বার দেলোয়ার হোসেন জুয়েল বলেন, ‘আলিফ মাহমুদ হজ পালনের জন্য মক্কা ও মদিনা উদ্দেশে হেঁটে রওনা দিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি