বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে আজ মঙ্গলবার বিদেশি পর্যটক বহনকারী এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া এতে এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে পাঁচজন মেক্সিকান নাগরিক ছিলেন এবং একজন নেপালি পাইলট। আজ দিনের শুরুতে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।

হেলিকপ্টারটি লামাজুরা এলাকার কাছে বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা পাঁচজনের লাশ উদ্ধার করেছে এবং এখনো একজন নিখোঁজ। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান বসন্ত ভাট্টারি এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সর্বোচ্চ চূড়ায় দর্শনীয় স্থান ভ্রমণের পর সকালে পর্যটকদের ওই হেলিকপ্টারে করে রাজধানী কাঠমুন্ডুতে ফিরিয়ে আনা হচ্ছিল। হেলিকপ্টারটি পরিচালনা করছিল মানাং এয়ার।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সলুখুনভহু জেলা থেকে সকাল ১০ টা ৪ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়ন করে এরপর ১০ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে-তা এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে প্রায় ১০ মাস আগে নেপালের পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭২ জন নিহত হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি