শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে কেন্দ্রীয় সরকার ও ৬ টি রাজ্যকে নোটিস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০২৩


ডেস্ক রিপোর্ট:

গণপিটুনি এবং অত্যাচার সম্পর্কিত একটি জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিজেপি সরকার এবং ছয়টি রাজ্যকে নোটিস জারি করল তারা এর প্রতিবিধানে তারা কী করেছে তা জানতে চেয়ে।

সিপিআইয়ের একটি সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান ওমেন মামলাটি এনেছিল যে বেশ কিছু রাজ্যে গো-হত্যা বন্ধের নামে গণপিটুনির হার বাড়ছে এবং তা মুসলিম নিধন যজ্ঞে পরিণত হচ্ছে। সুপ্রিম কোর্ট এরপরই নোটিস জারি করে।

যে ছয়টি রাজ্যের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে, সেগুলি হলো- মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। এই রাজ্যগুলিতে গো-হত্যা আটকাতে গণপিটুনিতে সব থেকে বেশি মুসলিম মারা গেছে।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক বি আর গাভাই ও জে বি পারদিওয়ালা প্রথমে আবেদনকারীদের যে রাজ্যে ঘটনা ঘটেছে সেই রাজ্যের হাইকোর্টে যেতে বলেন। আবেদনকারীর আইনজীবী কপিল সিব্বল তখন বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের তাই নির্দেশ হলে হাই কোর্টে যাবো. কিন্তু, সুপ্রিম কোর্টও জানে তাতে কোনও লাভ হবে না। কপিল সিব্বল এর এই বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নোটিস জারি করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি