রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কারামুক্ত হলেন বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।

এর আগে বেলা একটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে এই ৩৪ জনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। অন্য দুজন শিশু হওয়ায় তাদের জামিন আবেদনের নথি শিশু আদালতে পাঠানোর কথা বলেন ওই আদালতের বিচারক।

জামিনে মুক্তি পাওয়ায় শিক্ষার্থীদের কেউ কোনো কথা বলেননি। তবে অভিভাবকদের পক্ষ থেকে জামাল উদ্দিন চৌধুরী সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, মাননীয় আদালতের কাছে ন্যায়বিচার চাই। এই মামলা নিয়ে আমরা আর হয়রানি হতে চাই না। আমরা মামলা খারিজ করার দাবি জানাই। আমাদেরকে সন্তানদের জামিন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।

আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমানসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। আইনজীবী তৈয়বুর রহমান বলেন, পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। আদালত সব শুনে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন। দুই শিশুর জামিন শুনানির বিষয়ে তিনি বলেন, শিশু আদালতে অপেক্ষায় নথি পৌঁছাতে বিলম্ব হওয়ায় শুনানি হয়নি। আজ (বৃহস্পতিবার) হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি