আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত।
শনিবার দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেশটির নির্বাচন কমিশন।
এরপর গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।
একইসঙ্গে আলোচিত এই দুর্নীতির মামলায় ইমরান খানকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে ‘অযোগ্য’ হিসাবে ঘোষণা করা হয়েছে।
ফলে আগামী ৫ বছর কোনও ভোটে লড়তে পারবেন না ইমরান। এছাড়াও পাক রাজনীতি থেকে তাঁকে ৫ বছরের জন্য থাকতে হবে দূরে।