বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


রোমানিয়া-হাঙ্গেরি সীমান্ত থেকে আটক ১৬ বাংলাদেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে ১৬ বাংলাদেশিকে আটক করেছে রোমানিয়া পুলিশ। অভিযোগ রয়েছে তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করেছিল। ইনফোমাইগ্রেন্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া সীমান্ত পুলিশ জানিয়েছে, গত বুধবার মধ্যরাতে আরাদ কাউন্টির নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে একটি ভ্যানে লুকিয়ে থাকা ১৬ বাংলাদেশিকে খুঁজে পেয়েছেন তারা। আটককৃতরা মধ্যরাতে নাদলাক সীমান্ত পয়েন্টের একজন রোমানিয়া নাগরিকের গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্ঠা করছিল।

রোমানিয়া নাগরিকের ওই গাড়িটি সীমান্তে কাঠের পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হতো। আটকরা এই গাড়িটি সীমান্ত পাড়ি দেওয়ার কাজে ব্যবহার করেছিল। তবে এ ঘটনায় গাড়ি চালককে কোনো অর্থ দেওয়া হয়েছে কি না তা জানায়নি পুলিশ।

অভিবাসীদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত পুলিশ সেক্টরের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, বাংলাদেশি অভিবাসীরা ২১ থেকে ৪০ বছর বয়সী। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন। গাড়ি চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের অপরাধে তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া বেআইনিভাবে সীমান্ত পাড়ি দিতে চেষ্টা করা বাংলাদেশিদের প্রতারণার অভিযোগে আইনি তদন্ত করা হচ্ছে। সাধারণত এমন অপরাধে অভিবাসীদের রোমানিয়া থেকে বহিষ্কার ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় জানিয়েছিল, চলতি বছরের জুলাইয়ে রোমানিয়ার অভিবাসন পুলিশ প্রায় ২০০ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে ৫১ জন বাংলাদেশি রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি