বৃহস্পতিবার,২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অভিনব উপায়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


অভিনব উপায়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০২৩

স্পোর্টস ডেস্ক:

কোনো টুর্নামেন্টের জন্য দল ঘোষণার কাজটি সাধারণত ক্রিকেট বোর্ডের কর্তারাই করে থাকেন। প্রচলিত রীতির বাইরে, অভিনব উপায়ে দল ঘোষণা করে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা ১৫ জনের নাম প্রকাশ করেছেন তাদের দাদি, স্ত্রী কিংবা সন্তানরা।

সামাজিক যোগাযোগমাধ্যমের রিলসে এক ভিডিও প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে একেকজন তাদের নাতি, স্বামী কিংবা বাবার দলে থাকার ঘোষণা দিয়েছেন গর্বভরে।

ভিডিওর শুরুতেই আসে কেন উইলিয়ামসনের নাম। ছোট্ট একটি শিশু মায়ের কোলে বসে বলছে, ‘১৬১, আমার বাবা কেন উইলিয়ামসন।’ উইলিয়ামসন নিউজিল্যান্ডের ১৬১ নম্বর ওয়ানডে খেলোয়াড়, তাই বলা হয়েছে এমন সংখ্যা।

নিউজিল্যান্ড দলে আছেন অলরাউন্ডার জিমি নিশাম। তার নাম ঘোষণা করেছেন তার ৯৪ বছর বয়সী দাদি।

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ড্যারিয়েল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, ইশ সোধি ও রাচিন রবীন্দ্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি