বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি: হাসানুল হক ইনু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিএনপির নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হৈচৈ করুক না কেন তারা গণতন্ত্রের ফেরেশতা নয়। তারা প্রত্যেকেই মানুষ পোড়ানো, জঙ্গিতাণ্ডব ও হত্যার ভয়ঙ্কর জল্লাদ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে। এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেক্ষতার কোনো সম্পর্ক নাই।

এ সময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি