শুক্রবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


পুনর্বাসন শেষে ম্যানসিটিতে ফিরছেন গার্দিওলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২৩

স্পোর্টস ডেস্ক:

পিঠের অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন পেপ গার্দিওলা। সিটিজেনদের পরের ম্যাচেই ডাগআউটে দেখা যাবে এই স্প্যানিশ কোচকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট ভিডিও আপলোড করে গার্দিওলার ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানসিটি। চার সেকেন্ডের সেই ভিডিওতে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় গার্দিওলাকে। এরমধ্যেই সিটিজেনদের অনুশীলনের দায়িত্ব নিয়েছেন তিনি। এদিকে বিরতি শেষে শনিবার ওয়েস্টহ্যামের বিপক্ষে মাঠে নামবে সিটি। এই ম্যাচ দিয়ে ডাগআউটে ফেরার কথা রয়েছে এই স্প্যানিশ কোচের।

এর আগে পিঠে জরুরি ভিত্তিতে ছোট একটি অস্ত্রোপচার করাতে হয় গার্দিওলাকে। এজন্য নিজ স্পেনের বার্সেলোনাকেই বেছে নিয়েছিলেন এই কোচ। সফল অস্ত্রোপচারের পর তার পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়টি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছিল ম্যানসিটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি