আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অপরাধীরারা কেউ বাঁচতে পারবে না।’ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, যুবরাজের ঘোষণাটি স্লোগান হিসেবে ব্যবহার করছেন দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দুর্নীতি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিন সালমান বলেছেন, ‘যাদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা মাদক ব্যবহারের প্রমাণ থাকবে, তারা যেই হোক না কেন, প্রিন্স, মন্ত্রী কিংবা নাগরিক-কাউকেই ছাড় দেওয়া হবে না।’
২০৩০ ভিশনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন সৌদি যুবরাজ। ২০২০ সালে দুর্নীতি দমন কর্মকর্তাদের তিনি যুদ্ধের ‘নাইট’ বলে উল্লেখ করেছিলেন।
তবে গত মাসেই দুর্নীতির অভিযোগ তুলে অনলাইনে একটি বার্তা দেওয়ায় দেশটির বিশিষ্ট একজন ইমামের ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আদালত। অথচ মোহাম্মদ আল ঘামেদি নামে ওই ব্যক্তির টুইটারে ফলোয়ার ছিল মাত্র ৯ জন।
শনিবার সৌদি সরকার ঘোষণা করে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিরা রয়েছেন।এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে, সৌদি দুর্নীতি দমন কমিশন এক মাসের মধ্যে দুর্নীতির জন্য ২৩৪ জনকে গ্রেপ্তারের ঘোষণা করে। বছরের জুনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে পাঁচ বিচারক, একজন সাবেক রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়।
২০২১ সালে, বেশ কয়েকজনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে ৪৮ জন প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারী সংস্থায় নিযুক্ত ছিলেন।