শুক্রবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রিসের সাতজন সহায়তাকর্মী নিহত হয়েছেন। বন্যা কবলিত লিবিয়ায় তারা সহায়তার জন্য গিয়েছিলেন। গ্রিসের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রিসের সেনাবাহিনীর চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ‘গ্রিসের সেনাবাহিনীর তিনজন কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন অনুবাদক (ট্রান্সলেটর) নিহত হয়েছেন।’ তাদের মরদেহ এথেন্সে নিয়ে আসা হবে।

এর আগে রবিবার লিবিয়ার কর্তৃপক্ষ জানায়, গ্রিসের একটি টিম বেনগাজি শহর থেকে বন্যাকবলিত দেরনা ( ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত) যাচ্ছিল।

লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওথমান আবদেলজালিল বলেন, গ্রিসের ১৯ সদস্যের একটি দল গাড়িতে যাওয়ার সময় আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। অন্য গাড়িতে লিবিয়ার একটি পরিবার ছিল। দুর্ঘটনায় লিবিয়ার ওই পরিবারের তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি