শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস বৃদ্ধি করলো প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২৩

কুবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস বৃদ্ধি

আতিকুর রহমান তনয়, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্তে বৃদ্ধি করা হয়েছে দুটি নীল বাস।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবহন পুল সুত্রে জানা যায়, আগামী রবিবার থেকে নীল বাস (রেজিঃ নং ১১-০০১১) ধর্মপুর পূর্ব চৌমুহনী থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ও ১০টায় ক্যাম্পাসে আসবে এবং ৫টা ১০ মিনিটে ক্যাম্পাস থেকে একই রোডে যাবে। আরেকটি নীল বাস (রেজিঃ নং ১১-০০০৫) টমছমব্রীজ থেকে ক্যাম্পাস রোডে চলবে।

এই বিষয়ে পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, ধর্মপুর রোডে শিক্ষার্থীদের অনেক চাপ হয় সকালে। আর সেটি বিবেচনা করেই এই রোডে একটি বাস দেওয়া হয়েছে। তাছাড়াও রাত সাড়ে ৭টায় শিক্ষার্থীদের অনেক চাপ থাকে তাই একটি বাস বৃদ্ধি করে মোট তিনটি বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মালিকানাধীন নীল বাস মোট আটটি। তার মাঝে এতোদিন পাঁচটি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে কুমিল্লা শহরের বিভিন্ন রোডে চলাচল করতো। এখন তা বৃদ্ধি হয়ে মোট ৭টি নীল বাস ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন রোডে চলাচল করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি